আমদানি শুল্ক কমানোর পরও বাংলাদেশে মোবাইল ফোনের দাম বেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর পর সরকারি নিবন্ধিত মোবাইল ব্যবসায়ীরা দাম বাড়িয়েছেন। অভিযোগ রয়েছে, এই মূল্যবৃদ্ধির পেছনে একটি মাফিয়া সিন্ডিকেট কাজ করেছে। ১ জানুয়ারি থেকে মডেলভেদে প্রতি হ্যান্ডসেটে ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দাম বেড়েছে।
গ্রাহকরা বলছেন, এনইআইআর বিতর্কে গ্রে মার্কেটের দোকান বন্ধ থাকার সুযোগ নিয়েছে অফিসিয়াল ব্র্যান্ডগুলো। রেডমি, ভিভো, ইনফিনিক্স, রিয়েলমি, ওয়ান প্লাস ও স্যামসাং গ্যালাক্সি বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে। উদাহরণস্বরূপ, ভিভো ‘ওয়াই২১ডি (৮/১২৮)’ মডেলের দাম ২১ হাজার থেকে ২৩ হাজার টাকায় উন্নীত হয়েছে এবং ইনফিনিক্স ‘স্মার্ট ১০ (৪/৬৪)’ মডেলের দাম ১ হাজার টাকা বেড়ে ১২ হাজার হয়েছে।
ব্যবসায়ীরা দাবি করছেন, মেমোরির দাম বাড়ার কারণে মোবাইলের দাম বৃদ্ধি পেয়েছে। মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমআইওবি) সভাপতি জাকারিয়া শহীদ বলেছেন, শুল্ক কমানোর বিষয়টিতে ‘শুভঙ্করের ফাঁকি’ রয়েছে।