পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গনে একসঙ্গে ১৮০ ইহুদিকে প্রার্থনার অনুমতি দেওয়ার পর বুধবার শতাধিক ইহুদিকে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে দেখা গেছে। এর আগে ৩০ জনের বেশি একসাথে প্রবেশ করতে পারতেন না। ১৯৬৭ সালে আল-আকসা নিজেদের দখলে নেয় ইসরাইল। চুক্তি অনুযায়ী, সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন। আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে ‘টেম্পল মাউন্টে’ প্রার্থনা করে থাকেন ইহুদিরা। জেরুজালের প্রধান রাব্বিনাত ঘোষণা করেছিলেন, টেম্পল মাউন্টে ‘আধ্যাত্মিকভাবে পূতপবিত্র’ ইহুদি ছাড়া অন্য কেউ প্রার্থনা করতে পারবেন না। অর্থডক্সরা একে বৈষম্য বলেছে। এর আগে কয়েকজন মন্ত্রীও প্রার্থনা করেছেন। এতে সংঘাত বাড়তে পারে।