বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর শাখা শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভোগড়া বাইপাস চৌরাস্তা থেকে শুরু হয়ে মিছিলটি ঢাকা–গাজীপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে মালেকের বাড়ি এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নই প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে এবং জনগণের মতামত যাচাইয়ে গণভোট অপরিহার্য। অনুষ্ঠানে গাজীপুরের বিভিন্ন আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।