কুমিল্লায় নানা জল্পনা-কল্পনার পর বিএনপির দুই উপদেষ্টা পৃথক স্থানে পাশাপাশি শান্তিপূর্ণভাবে সমাবেশ সম্পন্ন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কান্দিরপাড় এলাকায় চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশীদ ইয়াছিন ও মনিরুল হক চৌধুরী নিজ নিজ কর্মসূচি পালন করেন। ইয়াছিনের অনুসারীরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন, অন্যদিকে মনিরুল হক চৌধুরী কুমিল্লা-৬ আসনের নির্বাচনি সমাবেশ করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় প্রশাসন উভয় পক্ষকে টাউন হল মাঠে কর্মসূচি না করার নির্দেশ দেয় এবং বিকল্প স্থানে আয়োজনের আহ্বান জানায়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার বিপুল উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উভয় সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।