চীনের চংকিনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে ব্রুনাই দারুসসালামকে ৮–০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫–০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচেও গোলবন্যা দেখিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। রিফাত কাজী ও অপু রহমান করেছেন দুটি করে গোল, আর মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ একটি করে গোল করেন। শুরু থেকে আক্রমণাত্মক খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ম্যাচ শেষে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, খেলোয়াড়রা ইতিবাচক ও আক্রমণাত্মক ফুটবল খেলেছে, যার ফলে বড় জয় এসেছে। টানা দুই জয়ে গ্রুপে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন। আগামী বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, আর ব্রুনাই খেলবে চীনের বিপক্ষে।