Web Analytics
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক অভিযানে ১৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ১২ থেকে ১৩ ডিসেম্বর মোহমান্দ ও বান্নু জেলায় পরিচালিত অভিযানে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের লক্ষ্য করে অভিযান চালানো হয়। মোহমান্দে সাতজন এবং বান্নুতে ছয়জন সন্ত্রাসী নিহত হয়।

আইএসপিআর দাবি করেছে, নিহতরা ভারতীয় মদদপুষ্ট ছিল, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে। গত মাসেই বান্নু জেলায় ২২ জন সন্ত্রাসী নিহত হয়। বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৫ অনুযায়ী, পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে।

বিশ্লেষকদের মতে, নিয়মিত অভিযান সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় থাকায় পাকিস্তানের নিরাপত্তা ও কূটনৈতিক চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!