গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরও সেখানে ক্ষুধা ও অপুষ্টির পরিস্থিতি এখনো ভয়াবহ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানায়, ইসরাইলের অবরোধের কারণে পর্যাপ্ত মানবিক সহায়তা ও খাদ্য গাজায় প্রবেশ করতে পারছে না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, প্রতিদিন দুই হাজার টনের লক্ষ্য থাকলেও মাত্র ৭৫০ টন খাদ্য গাজায় পৌঁছাচ্ছে, কারণ মাত্র দুটি প্রবেশপথ খোলা রয়েছে। এক জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার এক-চতুর্থাংশ জনগণ, যার মধ্যে ১১,৫০০ গর্ভবতী নারী রয়েছেন, অনাহারে ভুগছেন। ৭০ শতাংশ নবজাতক সময়ের আগেই বা কম ওজনে জন্ম নিচ্ছে। অক্সফামসহ ৪১টি আন্তর্জাতিক সংস্থা ইসরাইলকে নির্বিচারে ত্রাণ চালান আটকানোর অভিযোগ করেছে। স্থানীয় এনজিওগুলো জানিয়েছে, পুষ্টিকর খাদ্যের ঘাটতি ও অতিরিক্ত দামের কারণে সাধারণ মানুষ চরম কষ্টে পড়েছে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস গেব্রেইয়েসুস বলেছেন, সহায়তা এখনো প্রয়োজনের তুলনায় অনেক কম।