রাজশাহীতে সাম্প্রতিক ভূমিকম্পের পর শত শত বহুতল ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ভবনই ইমারত বিধিমালা না মেনে নির্মিত হয়েছে, যেখানে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই এবং ভবনগুলো একে অপরের গা ঘেঁষে তৈরি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমোদন প্রক্রিয়ায় দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠেছে। ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা ফজলুল হক হল ভবনে বড় ফাটল দেখা দেয়, শিক্ষার্থীরা নিরাপদ স্থানে স্থানান্তর ও সংস্কারের দাবিতে বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বহুতল ভবনে ফায়ার এক্সিট যাচাই ও ১০ তলার বেশি ভবনের জন্য সয়েল টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আইন প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত না হলে রানা প্লাজার মতো বিপর্যয় ঘটতে পারে। সচেতন মহল দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।