বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট ঘোষণায় জাতি হতাশ হয়েছে। চাঁদপুর সরকারি কলেজ মাঠে দলের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের ৫৩ বছরের নির্বাচনী ইতিহাসে এককভাবে ক্ষমতায় আসা সরকারগুলো ফ্যাসিস্ট চরিত্রের হয়েছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হলেও অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় এবং তারা মৌলিক সংস্কার ও দৃশ্যমান বিচারকে অগ্রাধিকার দেয়নি বলে অভিযোগ করেন তিনি। রেজাউল করিম আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দলের নির্বাচনী আগ্রহে বেশি গুরুত্ব দিয়েছে। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।