শুক্রবার কাকরাইলে গণঅধিকার পরিষদের বর্ধিত সভায় নুরুল হক নুর বলেন, ‘এনাফ ইজ এনাফ। আমরা আর চুপচাপ থাকব না। গত ছয় মাসে গণহত্যার সঙ্গে জড়িতদের অল্প কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি দাবি করেন, আহতদের চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহতদের অবস্থা বলতে হবে এবং ক্যাটাগরির ব্যাপারে যে বৈষম্য করা হয়েছে, তা সংশোধন করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক যৌক্তিক দাবি আমলে নেওয়া হয়নি। সংস্কারের কোনো বাস্তবায়ন দেখছি না। পুরনো ধারায়ই চলছে দেশ। এখন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগিয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, কেউ কেউ ক্ষমতার স্বার্থে লীগকে জিইয়ে ও আধিপত্যবাদী রাজনীতি করতে চায়, আমরা তা নই!