অস্থায়ী সরকারের প্রেস উইং জানিয়েছে, আগের সরকারের দুর্নীতিগ্রস্ত চক্রের বাধার কারণে পাঠ্যবই মুদ্রণে জটিলতা সৃষ্টি হয়েছিল। এবার সব পাঠ্যবই দেশেই ছাপানো হচ্ছে, আগে যেখানে ভারতীয় প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা ছিল। ৬ জানুয়ারি পর্যন্ত ৪০ কোটি লক্ষ্যমাত্রার মধ্যে ১১ কোটির বেশি বই ছাপানো ও বিতরণ করা হয়েছে। বিলম্ব কিছুটা সমস্যা সৃষ্টি করলেও সরকার বলছে, এতে ১০-১২ লাখ স্থানীয় শ্রমিক উপকৃত হচ্ছেন।