ইসরাইলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকায় মোবাইল হোম ও ভারী নির্মাণ সরঞ্জাম প্রবেশে বাঁধা দিয়েছেন। যদিও যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এগুলো প্রবেশ করতে দেওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরাইলের অনুমতির অপেক্ষায় গাজায় ধ্বংসস্তূপ সরাতে পাঠানো বুল্ডোজার, রোড রোলার এবং কারাভানবাহী ট্র্যাকগুলো দুই সপ্তাহ ধরে আটকে আছে রাফাহ সীমান্তে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ৬০,০০০ অস্থায়ী ঘর ও ২,০০,০০০ তাবু প্রবেশের অনুমতি দেওয়ার কথা ছিল। গাজা সরকারি মিডিয়া একে সুস্পষ্ট চুক্তি লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।