বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রাষ্ট্রপতির নামে জারি করা জুলাই সনদ বাস্তবায়ন (সংবিধান সংশোধন) আদেশ নির্বাচনী অনিশ্চয়তা কিছুটা দূর করলেও এটি গুরুতর সাংবিধানিক সংকটের জন্ম দিয়েছে। রোববার ঢাকার সেগুনবাগিচায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আদৌ এমন কোনো সাংবিধানিক আদেশ দিতে পারে কি না এবং তা বিদ্যমান সংবিধানকে অস্বীকার করার শামিল কি না—এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। তিনি মনে করেন, এই আদেশ অন্তর্বর্তী সরকারের এখতিয়ার ও ম্যান্ডেটের বাইরে। সাইফুল হক আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট আয়োজনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও বলেন, চারটি ভাগে বিভক্ত বিষয় নিয়ে এক শব্দে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেওয়া অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ। এতে গণভোটের আসল উদ্দেশ্য পূরণ হবে কি না তা নিয়েও তিনি সন্দেহ প্রকাশ করেন।