বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যদি আগামী জাতীয় নির্বাচন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হয়, তবে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। খুলনার জিরো পয়েন্টে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রশাসনকে নিরপেক্ষ থেকে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান। পরওয়ার বলেন, অতীতের দুর্নীতি ও লুটপাটের রাজনীতি থেকে বেরিয়ে এসে জনগণ পরিবর্তন চায় এবং তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে শান্তির বাংলাদেশ গড়বে। তিনি কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন ও সৎ প্রার্থী নির্বাচনের আহ্বান জানান। খুলনা জেলার বিভিন্ন এলাকা ঘুরে শোভাযাত্রাটি শেষ হয় শিরোমনি শহীদ মিনারে। এতে পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। পরওয়ার বলেন, নতুন প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা দেশের রাজনৈতিক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।