প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার অবস্থান খুবই শক্ত। প্রশাসনে যারা এখন দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন বা থাকার চেষ্টা করছেন; এগুলো সুন্দরভাবে তদারকি করে কঠোর অ্যাকশন নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে সাবধান করেন তিনি। পান্না বলেন, অনেকে মনে করেন সরকার কয়েক দিন আছে, তারপর চলে যাবে। আগামীতে যে সরকারই আসুক তাদের এগুলো বাস্তবায়ন করতে হবে। কারণ এ সংস্কারের কথাগুলো হলো জনমানুষের কথা, দেশের জনগণের কথা। তিনি আরো বলেন, এবার ধানের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে কৃষকদের উন্নতির চিন্তা করে, পতিত অর্থনীতি তুলে দাঁড় করিয়েছে গণমুখী অন্তবর্তীকালীন সরকার।