উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীতে শুধুমাত্র রাষ্ট্র সংস্কার নয় আমাদের ব্যক্তিগত, রাজনৈতিক দল ও সামাজিক সংস্কার জরুরি। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি অত্যন্ত দুঃখের সাথে বলেন, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ সব দিক দিয়েই ইতিবাচক পরিবর্তন চায় বলে তিনি মার্জিত ও ভদ্রোচিত বক্তব্য দেওয়ার আহ্বান করেন। এ মুহূর্তে স্থানীয় নির্বাচনের অনেক জটিলতা রয়েছে উল্লেখ করে বলেন, জনগণের স্বার্থে অন্তত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে দেওয়া উচিত।