গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণের পর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। শুক্রবার রাজধানীর বিজয়নগরে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের উদ্যোগকে গণঅধিকার পরিষদ স্বাগত জানায়। নুর উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিভাজন নির্বাচনের অনিশ্চয়তা তৈরি করেছিল, তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে সেই সংশয় অনেকটাই কেটে গেছে। তিনি সব রাজনৈতিক দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান এবং অভিযোগ করেন, শেখ হাসিনার সহযোগীরা নির্বাচন বানচালের উদ্দেশ্যে নাশকতা চালাচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।