জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ‘জুলাই যোদ্ধারা’ দেশব্যাপী মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছে। শুক্রবার দুপুরে সংঘর্ষের সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। পরে সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ জানান, আগামী রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিটি জেলায় তিন ঘণ্টার মহাসড়ক অবরোধ চলবে। জুলাই যোদ্ধাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে জুলাই শহীদদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি, আহত ও পঙ্গু যোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, শহীদ ও আহত পরিবারের পুনর্বাসনের জন্য রোডম্যাপ ঘোষণা, এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত হামলা ও হয়রানি বন্ধে আইনি সুরক্ষা নিশ্চিত করা। সংঘর্ষের পর সংসদ ভবন এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।