ঢাবি ছাত্রশিবিরে সভাপতি এসএম ফরহাদ বলেন, ঢাবির হলগুলোতে ছাত্রশিবিরের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। হলে শুধু সেবামূলক কর্মসূচি রয়েছে। শিক্ষার্থীরা চাইলে আবাসিকের বাইরে রাজনীতি করব। তিনি বলেন, আমাদের বেশিরভাগ রাজনৈতিক কর্মকাণ্ড টিএসসি, মধুর ক্যান্টিন বা ঢাবির অন্য জায়গা থেকে পরিচালনা করেছি। সভাপতি বলেন, দলীয় কোনও কর্মসূচি হল এলাকায় করা হয়নি। আরো বলেন, মৌখিক ঘোষণার ওপর আমরা আস্থা রাখতে পারি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন উচিত সকল স্টেকহোল্ডারদের সাথে বসে ঐক্যমত্যের ভিত্তিতে একটি লিখিত নীতিমালা তৈরি করা। যার মাধ্যমে যে রাজনীতি করতে চাইবে না তার অধিকার যেমন হরণ হবে না, একইভাবে যে রাজনীতি করতে চাইবে তারও যাতে অধিকার হরণ না হয়। এই নেতা বলেন, সংজ্ঞায়নবিহীন কোনও ঘোষণার পক্ষ নেয়া বা বিরোধিতা করার সুযোগ থাকে না।