ইহুদি জনগণের নীতি প্রতিষ্ঠান’- এর ‘ইসরাইলি সমাজ সূচক’ থেকে জানা গেছে, ৬০ শতাংশ ইসরাইলি ‘গৃহযুদ্ধের শঙ্কায়’ সতর্কতার সঙ্গে সহমত পোষণ করেছেন। খাদ্য নিরাপত্তাহীনতা প্রভাবিত করছে ১.৫ মিলিয়ন বসতি স্থাপনকারীকে। এর আগে ইসরাইলি সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আহারন বারাক ‘ইসরাইলে’ গৃহযুদ্ধের আশঙ্কার সতর্কবার্তা দিয়েছিলেন। ২৭ শতাংশ ইসরাইলি আহারন বারাকের সতর্কবার্তার সঙ্গে একমত হয়েছেন এবং বলেছেন, ‘তিনি সঠিক ছিলেন’। অন্যদিকে ৩৩ শতাংশ মনে করেন, তিনি কিছুটা অতিরঞ্জিত মন্তব্য করেছেন। তবে বাস্তবে বিপদের আশঙ্কা রয়েছে। কেবল ১৬ শতাংশ ইহুদি মনে করেন, ‘ইসরাইলে গৃহযুদ্ধের কোনো আশঙ্কা নেই’। ৫১ শতাংশ ভোটার বিশ্বাস করেন, গোয়েন্দা প্রধানকে বরখাস্তের বিষয়ে কোনো হস্তক্ষেপ হওয়া উচিত নয়’।