সারা দেশে ‘মানবিক ডিসি’ হিসেবে পরিচিত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মঙ্গলবার (১৮ নভেম্বর) চট্টগ্রামের ৩৪তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামানের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। এর আগে রাজবাড়ী ও নারায়ণগঞ্জে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন। নারায়ণগঞ্জে তার ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচি, প্রতিবন্ধী ও অসহায় মানুষের সহায়তা, এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান বিশেষভাবে আলোচিত হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি চট্টগ্রামে জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন এবং সুশাসন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সকল শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। ১৯৭৯ সালে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্ম নেওয়া জাহিদুল ঢাকা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যে উচ্চশিক্ষা সম্পন্ন করে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।