তুরস্কের ইস্তান্বুলে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনের পক্ষ থেকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে মস্কো। ওই আলোচনায় দুই পক্ষ যুদ্ধবন্দি বিনিময়ে একমত হয় এবং শান্তির প্রস্তাব হিসেবে একে অপরকে নিজেদের ‘স্মারকলিপি’ হস্তান্তর করে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, সমাধানের বিষয়টি অত্যন্ত জটিল এবং এর সঙ্গে বহু সূক্ষ্ম বিষয় জড়িত। আরও বলেন, ‘তাৎক্ষণিক কোনো সমাধান বা উল্লেখযোগ্য অগ্রগতি প্রত্যাশা করাটা ঠিক হবে না। পেসকভ রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে সম্ভাব্য শীর্ষ বৈঠক নিয়ে বলেন, ‘নিকট ভবিষ্যতে সেটি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা নেই।’ জানা গেছে, মস্কো ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের চারটি অঞ্চল থেকে সেনা প্রত্যাহারকে যুদ্ধবিরতি ঘোষণার পূর্বশর্ত হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৈঠকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান।