ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির সমাধিস্থল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিকে বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে। রোববার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিবৃতিতে বলেন, ছবিটি ভুয়া এবং এটি বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হয়েছে। তিনি জানান, হাদির সমাধিস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে অবস্থিত এবং এটি নিরাপত্তা পরিবেষ্টিত।
গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেল চালানোর সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়। ২০ ডিসেম্বর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
ডিএমপি জানিয়েছে, ভুয়া ছবির প্রচার সামাজিক বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই জনগণকে যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।