Web Analytics
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার গণমাধ্যমের বিবর্তন ও গণমানুষের গণমাধ্যম হিসেবে দেখতে চায়। কাগজে কলমে যতটুকু সংস্কার করা সম্ভব ততটা এই সরকার করে যেতে চায়। বিজেসি আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, গণমাধ্যমকে গুরুত্ব দেওয়ার জন্যই আলাদা কমিশন গঠন করা হয়েছে। সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সবকিছু সরকার করবে। মব বন্ধে শুধু বিবৃতিই দিচ্ছে না সরকার, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয়া হচ্ছে। আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ। তবে এটি সঠিকভাবে প্রতিষ্ঠিত না হলে দেশ আগাবে না। গণমাধ্যমের উন্নয়নে তথ্য মন্ত্রণালয়কে নেতৃত্ব দিতে হবে। গণমাধ্যম সংস্কারে একটি কমিশন করেছিল সরকার। সেই কমিশন রিপোর্টও দিয়েছে। কিন্তু সেই রিপোর্ট নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। সেই রিপোর্টকে সরকারের তরফ থেকে স্বীকৃতি দিতে হবে। তবেই গণমাধ্যমের মালিকরা সেটি আমলে নেবেন।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।