জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা জম্মু ও কাশ্মীরে ভারতীয় কর্তৃপক্ষের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গত এপ্রিলে পাহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত সরকারের ব্যাপক অভিযান, নির্বিচার আটক, নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও যোগাযোগ নিয়ন্ত্রণের পদক্ষেপের সমালোচনা করেছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক ও মানবাধিকার কর্মীসহ প্রায় ২,৮০০ জনকে জননিরাপত্তা আইন ও বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে আটক করা হয়েছে, যা অভিযোগ বা বিচার ছাড়াই দীর্ঘমেয়াদি আটককে অনুমোদন দেয়। বিশেষজ্ঞরা এই আইনগুলোকে অস্পষ্ট ও অতিরিক্ত বিস্তৃত বলে উল্লেখ করেছেন। আটক ব্যক্তিদের নির্যাতন, গোপন স্থানে রাখা এবং পরিবারের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এছাড়া আদালতের আদেশ ছাড়াই শাস্তিমূলকভাবে ঘরবাড়ি ভাঙা ও জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে তারা ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন, যা ভারতের সুপ্রিম কোর্টের ২০২৪ সালের রায়ের পরিপন্থী। বিশেষজ্ঞরা ভারতকে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।