নিউইয়র্ক সিটি থেকে গ্রেহাউন্ড বাসে নেমে নেস্তোর ও হোসে প্ল্যাটসবার্গের এক সানোকো পেট্রল স্টেশনে গিয়ে কানাডা যাওয়ার জন্য মরিয়া হয়ে ট্যাক্সির খোঁজ করছিলেন। তখন আবহাওয়া ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস এবং তা আরও কমে মাইনাস ১১ থেকে ১৭ ডিগ্রিতে নেমে যাবে। এভাবেই প্ল্যাটসবার্গে পৌঁছানো অভিবাসীরা জীবনের ঝুঁকি নিয়ে কানাডা পৌঁছানোর চেষ্টা করে। এটি মূলত ট্রাম্পের কড়াকড়ি অভিবাসী নীতির ফলাফল। এর আগে ২০১৭ সালে ট্রাম্প প্রথমবার ক্ষমতায় আসার পরও যুক্তরাষ্ট্র থেকে কানাডামুখী অভিবাসীর ঢল নেমেছিল। এদিকে কানাডা নতুন প্রসেসিং সেন্টার খুলেছে কুইবেকে এবং সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।