ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি অফিসে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায় চেষ্টা মামলায় ডিবি হারুনের সিন্ডিকেটের প্রধান এস.এস. গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে ২৩ জানুয়ারি করা অপহরণের ভুক্তভোগী জুলফিকার আলীর মামলায় মোহাম্মদপুর নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদেক ছাড়াও এই মামলার অন্যান্য আসামিরা হলো সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ, সাবেক ডিসি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার! আবু সাদেক চৌধুরী সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিশ্বস্ত হওয়ায় প্রভাব খাটিয়ে নৌ মন্ত্রাণালয়ে একচেটিয়া ঠিকাদারিও করছেন!