সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের তিন দফা দাবি পূরণ না হলে আগামী ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ২১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দশম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। শিক্ষক নেতারা আরও দাবি করেছেন, ৮ নভেম্বর পুলিশের হামলায় আহত শিক্ষকদের রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা এবং নিহত শিক্ষিকা ফাতেমা আক্তারের পরিবারকে ক্ষতিপূরণ ও পূর্ণ পেনশন প্রদান করতে হবে। তারা অভিযোগ করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি।