Web Analytics
উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ে দ্বিতীয় দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার সকালে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমের অন্যতম নিম্ন তাপমাত্রা। আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, উপজেলার পাশাপাশি আশপাশের এলাকাগুলোতেও শৈত্যপ্রবাহের প্রভাবে কনকনে শীত পড়ছে। দিনের তাপমাত্রা প্রায় ২৬ দশমিক ৮ ডিগ্রি থাকলেও রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাসে অনেককে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আগামী এক থেকে দুই দিন এই মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ শীতজনিত রোগ প্রতিরোধে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!