Web Analytics
তিন দফা দাবির মধ্যে বেতন গ্রেড সংস্কার বাস্তবায়নের দাবিতে আগামী ৩ ডিসেম্বর থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করতে যাচ্ছেন। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ জানিয়েছে, লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পরও দাবিগুলো পূরণ না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে প্রধান শিক্ষকরা দশম গ্রেডে বেতন পেলেও সহকারী শিক্ষকরা রয়েছেন ১৩তম গ্রেডে, যা নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয় আপাতত ১১তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করলেও শিক্ষকরা অন্তত সেই প্রতিশ্রুতি কার্যকরের দাবি জানাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষকরা উপজেলা বা থানা শিক্ষা অফিসের সামনে অবস্থান নেবেন। দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩.৮৪ লাখ শিক্ষক কর্মরত, যাদের অধিকাংশই সহকারী শিক্ষক।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।