জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম কিছু রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যকে ভুয়া ব্যানারে জনগণকে বিভ্রান্ত করার জন্য সমালোচনা করেছেন। ১৭ অক্টোবর জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর বা দলের বৈঠক অনুষ্ঠিত হওয়া আসল জাতীয় ঐক্য বোঝায় না। নাহিদ বলেন, সঠিক ঐক্য হলো শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ দেশের কল্যাণে একত্রিত হয়ে কাজ করা। তিনি শ্রম ও স্বাস্থ্য খাত নিয়ে কোনো আলোচনা না হওয়া এবং সংস্কার কমিশনের কেবল নির্বাচন নিয়ে মনোযোগ প্রদানের বিষয়টি তুলে ধরেন। শ্রমিকদের শোষণ, তাদের জীবনের অমূল্যায়ন এবং অতীতের মাফিয়াদের ব্যবসা রক্ষার বিষয়েও তিনি নিন্দা জানান। নাহিদ বলেন, শ্রমিক শক্তি দেশের অর্থনীতি সচল রাখার জন্য তাদের পাশে থাকবে এবং সৎ সংস্কার ও ন্যায়ের দাবি জানাবে।