প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। তিনি জানান, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ হাজার নতুন সদস্য নিয়োগ ও প্রশিক্ষণ সম্পন্নের নির্দেশ দিয়েছেন। নির্বাচনকালীন সুষ্ঠু নিরাপত্তায় ৮ লাখ আইনশৃঙ্খলা সদস্য নিয়োজিত থাকবে এবং তাদের প্রশিক্ষণও ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা ও আলাদা ভোটিং বুথের ব্যবস্থা করা হবে। প্রায় ১৬ হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশি বডি ক্যামেরা ও সিসি টিভি মনিটরিং বাধ্যতামূলক করা হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরও ভোট বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।