Web Analytics
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ দলীয় চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে বলেন, তিনি কাউন্সিলের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের চ্যালেঞ্জে আসুন। গুলশানে আয়োজিত একাত্মতা প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, অনেক নেতা জিএম কাদেরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একমত হলেও বহিষ্কারের ভয়ে চুপ থাকেন। অনুষ্ঠানে মুজিবুল হক চুন্নু বলেন, জিএম কাদের অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের ১১ জনকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি আমরা মানি না। আমরা আগামী কাউন্সিল পর্যন্ত নিজ নিজ পদে বহাল আছি। জিএম কাদের এককভাবে তার স্ত্রীকে নিয়ে সিন্ডিকেট করে দল চালাতে চান, কিন্তু আমরা যারা এ পার্টির প্রতিষ্ঠাতা, তারা কোনোভাবে জাতীয় পার্টিকে ভাঙতে দেব না।

Card image

Related Videos

logo
No data found yet!