হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড শনিবার দুই ইসরাইলি বন্দির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে এক বন্দি বলেন, আমরা মুক্ত বাসাতে নিঃশ্বাস নিতে চাই, আকাশের চাঁদ, তারা দেখতে চাই। আমাদেরকে বাঁচাও। ইসরাইলি আর্মি আমাদের ওপর বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমরা যে ভবনে থাকি সেখানেও বোমা মারা হয়েছে। অথচ আমরা মুক্তি চাই। এই বন্দি আরও বলেন, হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছে। তারা বোমার কবল থেকে রক্ষা করে ৩০ মিটার মাটির নিচে টানেলের ভেতরে নিয়ে এসেছে আমাদেরকে। এখানে কোনো সূর্য্যের আলো নেই। আরেক বন্দি বলেন, "তোমরা সরকারের কথা বিশ্বাস করো না। তারা তোমাদের বলছে যে তারা হামাসকে চাপ দিচ্ছে কিন্তু আসলে তারা বোমা হামলা ছাড়া কিছুই করছে না। এমনকি এতে আমরাও আহত হচ্ছি।" ভিডিওতে তারা তাদের মুক্তির জন্য ইসরাইল সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।