কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামে চায়ের দোকান থেকে অস্ত্রের মুখে ছয় কিশোরকে অপহরণ করেছে একদল সশস্ত্র ডাকাত। রবিবার সন্ধ্যায় ১০–১২ জন ডাকাত পাহাড় থেকে নেমে এসে ১৩ থেকে ১৭ বছর বয়সী ছয় কিশোরকে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে দুইজন পরে কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাহারছড়া এলাকায় চুরি, ডাকাতি ও অপহরণ এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খবর পেয়ে বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাসের নেতৃত্বে পুলিশ ও স্থানীয়রা পাহাড়ে অভিযান চালায়, তবে রাত পর্যন্ত বাকি কিশোরদের উদ্ধার করা যায়নি। এলাকাবাসী ও রাজনৈতিক নেতারা নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।