বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, তিনি তার প্রয়াত মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথচলা অব্যাহত রাখবেন। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, যেখানে মায়ের পথচলা থেমেছে, সেখান থেকেই তিনি সেই যাত্রা এগিয়ে নিতে চান। তিনি উল্লেখ করেন, গভীর শোক ও কৃতজ্ঞতার সঙ্গে তিনি মাকে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করেছেন এবং দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি তাকে একাকিত্বে ভুগতে দেয়নি।
তারেক রহমান বলেন, অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি গভীরভাবে আবেগাপ্লুত। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি তাকে স্মরণ করিয়ে দিয়েছে যে, বেগম খালেদা জিয়া শুধু তার মা নন, তিনি ছিলেন জাতির মা। তিনি আরও জানান, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, বৈশ্বিক কূটনীতিক ও উন্নয়ন সহযোগীরা শ্রদ্ধা জানিয়েছেন এবং যেসব দেশ সমবেদনা জানিয়েছে, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞ।
শেষে তিনি দোয়া করেন, আল্লাহ যেন তার মায়ের রুহকে শান্তি দান করেন এবং দেশবাসী যেন তার মায়ের ভালোবাসা, ত্যাগ ও উদারতা থেকে ঐক্য ও দেশপ্রেমের প্রেরণা খুঁজে পায়।