অভিভাবক ঐক্য ফোরাম ২০২৬ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে স্কুল পর্যায়ে, সব শ্রেণিতে লটারিভিত্তিক ভর্তি চালুর দাবি জানিয়েছে। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া এক যৌথ বিবৃতিতে বলেন, লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে। এতে ভর্তি সংক্রান্ত অনিয়ম, বৈষম্য ও দুর্নীতি কমবে এবং কোমলমতি শিক্ষার্থীরা ভর্তি কোচিংয়ের চাপ থেকে মুক্তি পাবে। তারা সতর্ক করে বলেন, ভর্তি পরীক্ষা চালু হলে কোচিং ব্যবসা বাড়বে এবং অভিভাবকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। নেতারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোটা সহ সব ধরনের কোটা বাতিল করলে ভর্তি প্রক্রিয়া বিতর্কমুক্ত হবে। একই সঙ্গে অতিরিক্ত ভর্তি ফি না নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।