চলমান আন্দোলন ও হঠাৎ বদলি আদেশের মধ্যেও আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিক্ষার্থীদের ক্ষতি এড়াতে পরীক্ষাকে আন্দোলনের আওতার বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকালে সচিব ও মহাপরিচালকের কাছে লিখিতভাবে আবেদন করা হলেও বিকেলে জানা যায়, আন্দোলনরত শিক্ষকদের বদলি করা হয়েছে। তিনি বলেন, কর্মবিরতি চলবে, তবে পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে। কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় পরীক্ষার আয়োজন করা হচ্ছে। অভিভাবকদের চাপ ও উদ্বেগের মধ্যেও শিক্ষকরা শিক্ষার্থীদের স্বার্থে পরীক্ষায় অংশ নেবেন। একই সঙ্গে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।