bবাংলাদেশসহ অন্তত ১২টি দেশের ওপর নতুন করে শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন ‘আগ্রাসী’ নীতির সঙ্গে একমত নন সংখ্যাগরিষ্ঠ মার্কিনি। মারকুয়েট ল স্কুলের জরিপে দেখা গেছে, দেশটির ৫৮ শতাংশ মানুষ মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি দেশটির অর্থনীতির জন্য ক্ষতিকারক। আর ২৮% মনে করেন, তারা লাভজনক হবেন। জরিপে মোট ৪৩ শতাংশ আমেরিকান ট্রাম্প সম্পর্কে নেতিবাচক মতামত পোষণ করেছেন। ৬৪ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন, ইউএসএআইডি ও শিক্ষা মন্ত্রণালয়ের মতো প্রতিষ্ঠান বন্ধ করা প্রেসিডেন্টের এখতিয়ারের বাইরে। জরিপে উত্তরদাতাদের ৭০ শতাংশ বলেছেন, যেসব বিচারক ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দেন, তাদের অপসারণ করা উচিত হবে না।