বুধবার চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদানের চেক হস্তান্তরের অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা ৩টায়। কিন্তু প্রধান অতিথি তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বিকাল পৌনে ৫টা পর্যন্ত উপস্থিত না হওয়ায় অনুষ্ঠানস্থল ত্যাগ করেন ক্ষুব্ধ সাংবাদিকরা। জানা গেছে, বুধবার সকালে এই অনুষ্ঠানে সাংবাদিকদের আমন্ত্রণ জানায় তথ্য মন্ত্রণালয়। বিকাল ২টা ২০ মিনিটে সংশোধিত আমন্ত্রণে অনুষ্ঠান এক ঘন্টা পিছিয়ে ৪টায় করা হয়। তবে অনুদানের জন্য আমন্ত্রিত সংশ্লিষ্ট ব্যক্তি ও সাংবাদিকরা ৩টা থেকেই সম্মেলন স্থলে উপস্থিত হয়ে যান। বিকাল ৪টার পরেও উপদেষ্টা না আসায় সাংবাদিকদের অস্থিরতা প্রকাশ করতে দেখায় যায়, আমন্ত্রিত অন্য অতিথিদেরও সময় পার করতে বার বার চেয়ার ছাড়তে দেখা যায়। বিকাল ৪টা ১৫ মিনিটের দিকে জানানো হয়, উপদেষ্টা বাসা থেকে রওনা হয়েছেন। সাংবাদিকরা আগেও বিভিন্ন সময় উপদেষ্টার বিলম্বে আসার অভিজ্ঞতা নিয়ে কানাঘুষা করেন। জানা যায়, সাংবাদিকরা চলে যাওয়ার ১৫ মিনিট পর বিকাল ৫টায় অনুষ্ঠানস্থলে আসেন উপদেষ্টা। সন্ধ্যা ৬টায় শেষ হয় অনুদান প্রদান অনুষ্ঠান।