গুয়াতেমালায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় কমপক্ষে ৫১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অনেকেই। সংবাদমাধ্যম আল জাজিরা গতকাল এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৫ জন নারী রয়েছে। লাশের সংখ্যা আরো বাড়তে পারে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের মুখপাত্র বলেছে, ধ্বংসাবশেষ আটকে পড়া অন্যান্য লোকদের বাঁচানোর চেষ্টা চলছে। নিহতদের মরদেহ প্রাদেশিক মর্গে পাঠানো হয়েছে। গুয়াতেমালার প্রেসিডেন্ট এই ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলাকারী সংস্থা মোতায়েন করেছেন।