ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ভাতশালা এলাকায় বৃহস্পতিবার রাতে রেললাইনে দুর্বৃত্তরা আগুন দেয়। এটি দুই দিনের মধ্যে দ্বিতীয় এমন ঘটনা। আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, টায়ার, কাঠ ও পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, নিরাপত্তা বাহিনী ও স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি। ঘটনার পর আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। ধারাবাহিক এই নাশকতা ঠেকাতে রেলওয়ে এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।