Web Analytics
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর রোববার ঢাকার দুটি পৃথক আদালতে তিনি আত্মসমর্পণ করেন। শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলাগুলোর শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলাম জামিনের আদেশ দেন। তার আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম জানান, ২০২১ সালের দুটি মামলায় আখতার হোসেন আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

আদালত মোট ১,৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করে। শুনানির আগে আখতার হোসেন জানান, আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছিল, যার মধ্যে চারটিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় তিনি আত্মসমর্পণ করে জামিন নেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতায় আন্দোলনের পরিপ্রেক্ষিতে এসব মামলা দায়ের করা হয়। সে সময় রমজানে ইফতার বিতরণের সময় তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করা হয়েছিল।

Card image

Related Videos

logo
No data found yet!