মালয়েশিয়ার সেরিকামবাগানে পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৪৯৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এই অভিযানে মোট ৭৪১ জন বিদেশিকে তল্লাশি করে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, থাইল্যান্ড ও কম্বোডিয়ার নাগরিকদের আটক করা হয়। অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন, পুলিশ, সিভিল ডিফেন্স ও অন্যান্য সংস্থা। মালয়েশিয়ার উপ-মহাপরিচালক জানান, সেলাঙ্গরে অবৈধ অভিবাসীদের উপস্থিতি বেশি হওয়ায় নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে ১৯ মে ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি ২.০ এর আওতায় স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগও দেওয়া হচ্ছে।