পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি কখনই আর পুনর্বহাল প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, না, এই চুক্তি কখনই পুনর্বহাল করা হবে না। আমরা রাজস্থানে একটি খাল নির্মাণ করে পাকিস্তানে যাওয়া পানি সেখানে নিয়ে যাব। পাকিস্তান যে পানি অবৈধভাবে পেয়ে আসছিল, তা বন্ধ করা হবে।’ উল্লেখ্য, পহেলগাঁও হামলার জের ধরে সিন্ধু পানি চুক্তি বাতিল করে দেয় ভারত। এই চুক্তির অধীনে পাকিস্তানের ৮০% কৃষিজমির পানি সরবরাহ হয়, যা ভারত থেকে উৎপন্ন তিনটি নদীর মাধ্যমে প্রবাহিত হয়।