বিএনপি নেতা এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার জীবনের বিনিময়ে গণ-অভ্যুত্থান হওয়ার ফলেই দেশে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও সভা-সমাবেশ করতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ ভিন্ন মত পোষণ করলে তাকে ধরে কারাগারে নিক্ষেপ করা হতো। দুলু বলেন, সারাজীবন জাতির কাছে ৫ আগস্ট স্মরণীয়-বরণীয় হয়ে থাকবে। প্রতিবছর যথাযথ মর্যাদায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পালন করা হবে। আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে যুক্ত বিএনপি, জামায়াত, এনসিপিসহ দেশের সব রাজনৈতিক দলকে এই একটি জায়গায় অন্তত ঐক্যবদ্ধ থাকতে হবে।