সিলেটে সিলেট টাইটান্সের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স। আগের ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ বলে জয়ের সুযোগ হাতছাড়া করা মাহমুদউল্লাহ রিয়াদ এবার ১৬ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন। কাইল মায়ার্স ২৯ বলে ৩১ রান যোগ করেন। রংপুর ১৮.৫ ওভারে ১৪৫ রান তাড়া করে জয় নিশ্চিত করে। সিলেটের ইথান ব্রুকস ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন।
টস হেরে ব্যাটিংয়ে নেমে সিলেট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান তোলে। আফিফ হোসেন ৪৬ ও ইথান ব্রুকস ৩০ বলে ৩১ রান করেন। রংপুরের মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ তিনটি করে উইকেট নেন। কঠিন লক্ষ্য তাড়া করেও মাহমুদউল্লাহর শান্ত ইনিংসে রংপুর জয় পায়।
ম্যাচসেরা নির্বাচিত হন মাহমুদউল্লাহ রিয়াদ, যিনি আগের ম্যাচের ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে দলকে জয় এনে দেন।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।