Web Analytics
কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জঙ্গল এলাকায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে বামপন্থি একটি গেরিলাগোষ্ঠীর অন্তত ২৭ জন সদস্য নিহত হয়েছেন বলে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে। সংঘর্ষটি গুয়াভিয়ারে বিভাগের এল রেতোরনো পৌরসভার গ্রামীণ এলাকায় ঘটে, যা রাজধানী বোগোতা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। অঞ্চলটি কোকেন উৎপাদন ও মাদক পাচারের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

সংঘর্ষে কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনীর (ফার্ক) দুটি বিভক্ত গোষ্ঠী অংশ নেয়। একটি গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন নেস্তর গ্রেগোরিও ভেরা, যিনি ‘ইভান মর্দিস্কো’ নামে পরিচিত, অপরটির নেতৃত্বে ছিলেন আলেকজান্ডার দিয়াস মেনদোজা, যিনি ‘কালারকা কর্দোবা’ নামে পরিচিত। সামরিক কর্মকর্তারা জানান, দুটি গোষ্ঠী আগে একই জোটে ছিল, তবে ২০২৪ সালের এপ্রিলে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারা আলাদা হয়ে যায়। নিহতরা সবাই ভেরার নেতৃত্বাধীন গোষ্ঠীর সদস্য।

বর্তমানে মেনদোজার গোষ্ঠী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর সরকারের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে, অন্যদিকে ভেরার গোষ্ঠী যুদ্ধবিরতি স্থগিত হওয়ার পরও সহিংসতা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, মাদক পাচার ও অবৈধ খনন এসব গোষ্ঠীর প্রধান অর্থের উৎস এবং চলমান সহিংসতা প্রেসিডেন্ট পেত্রোর শান্তি প্রচেষ্টাকে স্থবির করে দিয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!