ইউক্রেন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেক বিষয়েই একমত নন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, যুদ্ধ বন্ধ আমরাও চাই, তবে সেই চুক্তি ভঙ্গুর হলে চলবে না। শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ নয় বলেও জানান তিনি। এই সময় তিনি নিরাপত্তার গ্যারান্টিও চান। এ নিয়ে একটি কথাও বলেনি ট্রাম্প। তবে দুজনই সম্মত হয়েছেন ইউক্রেনে ইইউ শান্তিরক্ষী বাহিনী থাকবে যুদ্ধ বন্ধের পর। যদিও সীমান্তে নয়, ইউক্রেনের অভ্যন্তরে শান্তি তদারকির জন্য। ইউরোপ ইউক্রেনকে ঋণ দিয়েছে, মার্কিন দিয়েছে অনুদান; ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ৬০ শতাংশ অনুদান দিয়েছে তারা।