মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করবেন বলে জানিয়েছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে অংশ নিতে তিনি ওয়াশিংটন যাচ্ছেন এবং সেখানেই এই সংক্ষিপ্ত বৈঠকগুলো অনুষ্ঠিত হবে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডার ওপর অতিরিক্ত শুল্কারোপ করায় বাণিজ্যিক উত্তেজনা বেড়েছে। পাশাপাশি ২০২৬ সালে তিন দেশের মধ্যে স্বাক্ষরিত ইউএসএমসিএ বাণিজ্য চুক্তির পর্যালোচনার দাবিও তুলেছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে শেনবাউমের বৈঠকগুলোকে আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই আলোচনাগুলো উত্তর আমেরিকার তিন দেশের মধ্যে সহযোগিতা জোরদারে সহায়ক হতে পারে।
Related Videos
No data found yet!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।